ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মুক্তিযুদ্ধ বিষয়ক টেলিফিল্ম কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগার র্নিমিত আল আমিন জহিরের রচনায় ও পরিচালনায় বাংলার স্বাধীনতা টেলিফিল্ম স্থানীয় শিল্পিদের অংশ গ্রহণে নির্মিত টেলিফিল্ম ঈদের তৃতীয় দিন রাত ৯টার দিকে কানারহাট চত্বরে সাবিরুল ইসলামের সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী প্রকৌশলি আব্দুল মঈন ও বিএনপি উপজেলা শাখার সহ সভাপতি সহকারী অধ্যপক আমিনুল ইসলামসহ অন্যরা। এ সময় টেলিফিল্ম র্নিমাতা জহির জানান, তিনি ৬ষ্ঠ শ্রেনি থেকে সাহিত্য র্চাচা করে আসছেনবেং ২০১৬ সালে ডিগ্রী পাশ করে মনের প্রবল ইচ্ছেতে কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগারের সহায়তায় মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে স্থানীয় শিল্পি ও কলাকৌশলি নিয়ে বাংলার স্বাধীনতা নামকরণ করে টেলিফিণ্মটি তৈরী করেন। পরবর্তীতে আরো কাজ করার ইচ্ছে আছে বলৈ তিনি জানান। তিনি বলেন টেলিভিশনে সুযোগ পেলে টেলিফিল্মটি প্রচার করবেন বলে জানান। ভোলাহাটে মুক্তিযুদ্ধ বিষয়ক টেলিফিল্ম
বাংলার স্বাধীনতা উদ্বোধন
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মুক্তিযুদ্ধ বিষয়ক টেলিফিল্ম কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগার র্নিমিত আল আমিন জহিরের রচনায় ও পরিচালনায় বাংলার স্বাধীনতা টেলিফিল্ম স্থানীয় শিল্পিদের অংশ গ্রহণে নির্মিত টেলিফিল্ম ঈদের তৃতীয় দিন রাত ৯টার দিকে কানারহাট চত্বরে সাবিরুল ইসলামের সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী প্রকৌশলি আব্দুল মঈন ও বিএনপি উপজেলা শাখার সহ সভাপতি সহকারী অধ্যপক আমিনুল ইসলামসহ অন্যরা। এ সময় টেলিফিল্ম র্নিমাতা জহির জানান, তিনি ৬ষ্ঠ শ্রেনি থেকে সাহিত্য র্চাচা করে আসছেনবেং ২০১৬ সালে ডিগ্রী পাশ করে মনের প্রবল ইচ্ছেতে কানারহাট ছাত্র সমিতি ও পাঠাগারের সহায়তায় মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে স্থানীয় শিল্পি ও কলাকৌশলি নিয়ে বাংলার স্বাধীনতা নামকরণ করে টেলিফিণ্মটি তৈরী করেন। পরবর্তীতে আরো কাজ করার ইচ্ছে আছে বলৈ তিনি জানান। তিনি বলেন টেলিভিশনে সুযোগ পেলে টেলিফিল্মটি প্রচার করবেন বলে জানান।