সবুজ আহম্মেদ, ঠাকুরগাঁও::
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল জওগাও গ্রামে প্রায় এক একর জমি নিয়ে দ্বন্দ চরমে। সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার জওগাও মৌজার ৬৫/৬৬ খতিয়ানের ১৩০/১৩১ নং দাগের ৭৮ নং জেএলের প্রায় এক একর জমি নিয়ে দ্বন্দ বেধেছে। জওগাও গ্রামের মৃত বাসারের ছেলে তরিকুল গং ও মৃত সনিবুল্লাহ এর ছেলে রেজাউল গং দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। উক্ত সম্পত্তিতে একই গ্রামের মৃত ফরস মুন্সির ছেলে নুর মোহাম্মদ সংঘবদ্ধ হয়ে জবর দখলের পাঁয়তারা করছে। তাতে আইন অমান্য করে সামাজিক কলহ বাড়ার কু’মতলবে লিপ্ত রয়েছে ভুমিদস্যু দল। কুচক্রিমহল ভোগ দখলিদের লাগানো গাছ পালা রাতের আঁধারে গাছ কেটে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে সাবেক সেনা সদস্য গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, অংশীদারির সুত্রমতে, উক্ত সম্পত্তি দীর্ঘদিন থেকে তরিকুল গং ও রেজাউল গংএর দখলে রয়েছে। নুর মোহাম্মদ সংঘবদ্ধ হয়ে জবর দখলের পাঁয়তারা করে আসছে। তা সামাজিক অসান্তির সামিল।