মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোঃ আহসান হাবীব লিয়ন (২৩) নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোঃ একরামুল হক (৩৮) এবং মোসফেকুর রহমান (২৮)।
নিহত মোঃ আহসান হাবীব লিয়ন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শেষ বর্ষের ছাত্র। আহত মোঃ একরামুল হক একই গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় অপর আহত আরএফএল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মোসফেকুর রহমান
বলে জানা গেছে ।
সোমবার রাত ১১.১৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শেষ বর্ষের ছাত্র মোঃ আহসান হাবীব লিয়ন প্রতিবেশী মোঃ একরামুল হককে সাথে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ী পাশে বাজারে যাচ্ছিল। পথে ডাঙ্গাপাড়া সাওতাল পাড়া মোড়ে বিপরীতগামী একটি মটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর ভাবে ৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১.১৫ টায় মোঃ আহসান হাবীব লিয়ন মারা যায়।
খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অকাল মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান শাহ, খামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *