মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই জুলাই শুক্রবার বিকেল ৪ টা হতে সন্ধা ৭.৩০ পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ, খানসামা উপজেলা শাখার আয়োজনে আওয়ামীলীগ কার্যালয় পাকেরহাটে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ, পররাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই জেড এইচ শামীম, খানসামা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতোয়ার হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, দপ্তর সম্পাদক নুরল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, আইনুল হক শাহ, সাজেদুল হক সাজু, হাফিজ সরকার, সফিকুল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ধীমান দাস, উপজেলা, ইউপি ও ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।
বক্তারা বর্ধিত সভায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সন্মেলন নিয়ে আলোচনা করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশ মোতাবেক ১ মাসের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি চূড়ান্ত করার পর উপজেলা কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *