এসএম আসাদুজ্জামান,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১৫৬ বোতল ফেন্সিডিল ও স্ক্যাপ সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে রংপুর র্যাব-১৩ এর একটি দল । গত রোববার রাতে উপজেলার অনন্তপুর কাশেম বাজার সীমান্ত এলাকা থেকে মাদক গুলোসহ তাদেরকে হাতে নাতে আটক করে র্যাবের ওই টহল দল। আটককৃতরা হলেন- উপজেলার অনন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫), নিজাম উদ্দিনের ছেলে মল্লিক হোসেন (৪২) ও সৈয়দ আলীর ছেলে আবুল কাশেম (৩২)। এ ঘটনায় রংপুর র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।