ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারের সন্নিকটে দুধকুমর নদের পানিতে অজ্ঞাত এক মহিলার লাশ ভেসে আসার থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
জানাগেছে গত মঙ্গলবার বিকালে স্থানীয় জনসাধারণ নদের পানিতে ভেসে আসা অজ্ঞাত মহিলার লাশ দেখে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায় কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ী ঢলে উজান থেকে নেমে আসা পানিতে লাশটি ভেসে এসে কচুরিপানার সাথে আবদ্ধ অবস্থায় নদের কিনারে ভেসে আটকে থাকে। ধারনা করা হচ্ছে ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে এই লাশ ভেসে আসতে পারে। লাশটির গলায় মালা,হাতে শাঁখা থাকায় তা হিন্দু মহিলার লাশ বলে চিহ্নিত করা হয়েছে।
অফিসার ইনচার্জ শ্রী তাপস চন্দ্র পন্ডিত জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে তবে লাশের কোন পরিচয় নিশ্চিত করা যায়নি।