বিশেষ প্রতিবেদকঃ
কচাকাটা থানার সুবলপাড় বাজারের অতি সুপরিচিত এবং আধ্যাতিক কবিরাজ হিসাবে খ্যাত আফতাব আহমেদ মাষ্টার গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে……..রাজেউন)।মৃত্যুকালে ১ স্ত্রী,১ পুত্র,৫ কন্যা,আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি প্রথমে পোষ্ট অফিসে পোষ্ট মাষ্টার হিসাবে চাকুরীতে যোগদান করে কর্মজীবন শুরু করলেও পরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে চাকুরী করে অবসর গ্রহন করেন। তিনি চাকুরীর পাশাপাশি বিনামুল্যে মানুষের জটিল কঠিন রোগের কবিরাজী চিকিৎসা সেবা দিয়ে হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসায় সারাদেশেই তার সুনাম ছড়িয়ে পড়ে। তিনি প্রায় বছর খানেক থেকে পাইলস ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি জাতীয় পার্টির বিশিষ্ট নেতা এবং কুড়িগ্রাম জেলা কমিটির অন্যতম সদস্য আলহাজ মাহবুব জামান রনজু ব্যাপারীর মামা এবং জাতীয় পার্টির নেতা আব্দুল আউয়াল মাষ্টারের চাচা। বৃহস্পতিবার তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে ভুরুঙ্গামারী নাগেশ্বরী উপজেলার হাজার হাজার লোকজন অংশ নেয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এশিয়ান বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *