ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাল্যবিয়ে, মাদক মুক্ত প্রাথমিক শিক্ষার সার্বিক মান্নোয়ন ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিবার বেলা ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত কালে ভোলাহাট উপজেলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা কালে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক গোলাম কবির, প্রচার সম্পাদক কায়সার আহমেদ,অন্যান্য সদস্যের মধ্যে শাহ কবির, রুবেল আহমেদ, আব্দুল হামিদ, মহসিনুর রহমানসহ অন্যরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান প্রেসক্লবের সকল সদস্যদের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।