ঢাকা সংবাদদাতাঃ
চিকুনগুনিয়া ও মশা নিধন নিয়ে ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ, লজ্জাজনক ও নগরবাসীর সাথে মস্করা হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মেয়ররা বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইতে পারলে মশা কনে মারতে পারবেন না ?
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভোটের পূর্বে নগরবাসীকে স্বপ্ন দেখিয়ে মেয়র হয়ে ঢাকার মেয়ররা নাগরিক সেবা দিতে সম্পুর্ণ ব্যর্থ হয়েছেন। বাড়ী বাড়ী গিয়ে মশারী টানানো মেয়রদের দায়িত্ব যেমন নয়, তেমনই মশা মারার দায়িত্বও কিন্তু নগর বাসীর নয়। মশা মারার দায়িত্ব মেয়রেরই। আর মেয়ররা নির্বাচিত হবার পর এই দায়িত্ব পালন করেছেন বলে নগরবাসী জানে না।
তারা বলেন, এর ফলে চিকুনগুনিয়া কেন রাজধানীবাসী মশার কামরে অতিষ্ট। সাধারণ মশাও তারা মারতে পারে নাই। চকিুনগুনয়িা কনে রাজধানীবাসী মশার কামড়ে অতীষ্ঠ। সাধারণ মশাও তো তারা মারছে না। অথচ এই মেয়ররাই হকার উচ্ছেদ করে হাজার হাজার মানুষকে বেকারে পরিনত করেতে দ্বিধা করেন নাই। একইভাবে এই মেয়ররা রাজধানীর জলাবদ্ধতা নিরসনেও সম্পূর্ন ব্যর্থ হয়েছে। যা দুঃখজনক।
নেতৃদ্বয় বলেন, চিকুনগুনিয়া ও মশা নিয়ে মেয়রদের বক্তব্য নাগরিকদের প্রতি চরম অবহেলা ও অমর্যাদার বহিঃপ্রকাশ।