ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার প্রেসক্লাবে গত ১৩ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ গ্রীন হেল্থ প্রা: হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বেলাল তালুকদার মৌলভীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুর বিরুদ্ধে গ্রীন হেল্থ প্রা: হাসপাতাল জবরদখলের অভিযোগটি মিথ্যা উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এমদাদুল হক মিন্টু। আজ ১৬ জুলাই রোববার দুপরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবী করেন। লিখিত বক্তব্যে তিনি জানান- বেলাল তালুকদার প্রাইভেট হাসাপাতল ব্যবসার করতে ১/৭/২০১৩ইং থেকে ৩০/৬/২০১৬ইং পর্যন্ত ৩ বছরের জন্য মাসিক ৫৫ হাজার টাকা ভাড়া ধার্য্যে চুক্তি করেন। চুক্তি মোতাবেক ২ মাস পূর্বে তাকে ভাড়াগৃহ ছেড়ে দিতে তাগিদ দিতে থাকি। তার সাথে আমি আর ভাড়াটিয়া চুক্তি নবায়ন করিনি। কিন্তু, তিনি গৃহ ছেড়ে না যাওয়াতে স্থানীয় পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সাবেক পৌর কমিশনার রিয়াজ উদ্দিন, সৈয়দ নওসের আলী খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের চেষ্টা তদবিরে বেলাল তালুকদার ২ মাসের মধ্যে ভাড়াগৃহ ছেড়ে যাবার অঙ্গীকার করেন। প্রকৃত বিরোধ হলো ব্যবসার সংশ্লিষ্ট ২২ জন ডাইরেক্টর ও বেলাল তালুকদারের মধ্যে ব্যবসার হিসাব নিকাশ ও অর্থ আতœসাৎ, প্রতারণা ইত্যাদি নিয়ে গত ৪/১/২০১৬ইং হইতে দ্বন্ধ। শুধু তাই নয়, বেলাল তালুকদার বিভিন্ন ঔষধ কোম্পানীর টাকা এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাওলাত নিয়ে তা আতœসাৎ করেন। এমনকি সঠিক সিদ্ধান্ত না দিয়ে পলায়ন করে আসায় বর্তমানে ভাড়াগৃহখানি ডাইরেক্টরদের দখল ও নিয়ন্ত্রণে আছে। বর্ণিত ডাইরেক্টরগন বিগত ১১/৭/২০১৭ইং জরুরী সভায় বসে বেলাল তালুকদারকে এমডি পদ হতে অব্যাহতি প্রদান করেন এবং টাকা উদ্ধারের জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেন। তার বিরুদ্ধে বোর্ড অব ডাইরেক্টরগণ মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু, বেলাল তালুকদার মিথ্যা কুরুচিপূর্ণ, মিথ্যা বিবৃতি দিয়ে সংবাদ সম্নেলন করায় জনসমক্ষে আমাকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকার দলকে কলুষিত করা হয়েছে এবং দলের নিকট আমার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে সমস্ত পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশিত করা হয়েছে তা প্রত্যাহার করার দাবী জানাচ্ছি। সেই সাথে তিনি হুমকীপূর্ণ বক্তব্যে জানান- নতুবা বেলাল তালুকদার এবং প্রকাশিত সংবাদ পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অচিরেই আইনী প্রতিকার নিতে বাধ্য হব।
ইশরাত জা