লালমনিরহাট প্রতিনিধি ঃ
জেলা শহরের লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকা থেকে মঙ্গলবার সকালে অনামিকা রায় নিরমা (১৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় ওই গৃহবধূর লাশের পাশ থেকে স্বামী জয় চন্দ্র রায়(২৫)কে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার মন্ডল জানান, গত ৫মাস আগে নিরমা সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামের মনি চন্দ্র রায়ের ছেলে মোটরসাইকেল মেকানিক জয় চন্দ্র রায়কে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। গৃহবধু নিরমা লালমনিরহাট শহরের স্টোরপাড়া এলাকার নিমাই চন্দ্র রায়ের মেয়ে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ গিয়ে লাশের পাশে স্বামী জয় চন্দ্র রায়কে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ গৃহবধূ নিরমার লাশ উদ্ধার করে স্বামী জয় চন্দ্র রায়কে সদর হাসপাতালে ভর্তি করে। লাশের ময়নাতদন্তের পর নিহতের কারন জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।