আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষে নাসিরনগর উপজেলা পর্যায়ে ৯টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর কার্যালয়ে ওই বাছাই সম্পন্ন হয়। পরে বাছাই কমিটি ৯টি ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন অবদানের জন্য উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান, সেরা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ শিক্ষিকা নুরহানী বেগম গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক সুরাইয়া জাহান বুড়িশ্বর প্রাথমিক বিদ্যালয়. শ্রেষ্ঠ কাব শিশু কাজী মুশফিক আহমাদ আমান উল্লাহ ভলাকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া ও শ্রেষ্ঠ কর্মচারী শহীদুল ইসলাম চৌধুরী অফিস সহকারী উপজেলা শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা এ তথ্য নিশ্চিত করেছেন।