ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের গোবিন্দ্রপুর গ্রামে পৃর্ব বিরোধের জের ধরে হামলায় মহিলাসহ ৩ জন আহত হবার খবর পাওয়া গেছে। আজ এ রির্পোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে ছকিল মিয়ার পুত্র আবুল বাশার (৩০) ও তার মা কাঞ্চন বেগম (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালের (ঝ/২৫ নং ও ঊঘঞ/২ নং বেডে) চিকিৎসাধীন রয়েছেন। তার প্রতিপক্ষ চাচা আবু সাঈদ @ শুকুর মিয়া (৫৫) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে রয়েছেন। এ ঘটনায় ওইদিনই আবুল বাশার বাদী হয়ে চাচা আবু সাঈদ @ শুকুর মিয়া, তার পুত্র মাহাদী আদনান, স্ত্রী রেনা বেগম, তার কন্যা ফিতা বেগম ও অর্তি বেগমকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। জানা গেছে- গত ১৯ জুলাই বিকালে আবুল বাশার বাড়ীর পিছনের ক্ষেতে গৃহপালিত গরুর ঘাস কাটতে গেলে তার প্রতিপক্ষ চাচা আবু সাঈদ @ শুকুর মিয়া বাঁধা প্রদান করেন। এসময় উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য সৃস্টি হলে সংঘর্ষ বাঁধে। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন কাঞ্চন বেগম জানান- দীর্ঘদিন যাবৎ আবু সাঈদ @ শুকুর মিয়া ও তার স্ত্রী রেনা বেগম আমাদেরকে নির্যাতন ও হয়রানী করে আসছে। বসতবাড়ীর যাতায়তের রাস্থা দিয়ে আমরা চলাচল করলে বাঁধা প্রদান করেন। একাধিকবার আমাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে। বাড়ীতে কোন অতিথি পর্যন্ত আসতে পারেনা। এ ব্যাপারে জানতে চাইলে আবু সাঈদ @ শুকুর মিয়া গত শুক্রবার বিকালে নিজেকে বিমান বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বলেন- আমি অসুস্থ, ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করেছে। গত ২২ জুলাই দুপুর ১২টায় এ প্রতিবেদক মোবাইল ফোনে অভিযোগের সত্যতা জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান- আপনি কোন পক্ষের ? থানায় পক্ষ আসলে মামলা নেবনা কেন ? আমি মাথা কাটা পক্ষের (আবু সাঈদ @ শুকুর মিয়া) মামলা নিয়েছি। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান- বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখছি।