ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ধর্মীয় কুসংস্কার ও গোড়ামি দুর করে নারীদের প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নূরানী কওমী হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা নামের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে মাদ্রাসা ও এতিমখানাটির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল আলম ব্যাপারী,আলহাজ্ব মোঃ ইসলামুল হক সহ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনোয়ারা বেগমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন খোকন, মুহ্তামিম ক্বারী মাওঃ এ.কে মুহাম্মদ উল্ল্যা ও মাওঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ।