কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥
কচাকাটায় ধর্ষনে ব্যর্ধ হয়ে গৃহবধুকে ছুরিকাঘাত করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। থানায় মামলা দায়ের। অভিযুক্ত পলাতক।
পরিবারের লোকজন ও মামলা সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে মৌসুমী শ্রমিক হিসেবে কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি শকুনটারী গ্রামের গহর উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া তার স্ত্রী ও তিন সন্তানকে রেখে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যায়। এবারেও সে বেশকিছুদিন থেকে বাইরে থাকার সুযোগে শনিবার গভীর রাতে একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে শিমুল মিয়া (২৮) বেড়া কেটে ঘরে ঢুকে তাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় গৃহবধু তাকে আটকাবার চেষ্টায় জাপটে ধরে চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে আসে। এসময় শিমুল তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। গৃহবধুর স্বামী বাচ্চু মিয়া সোমবার বাড়ী ফিরে এ ঘটনায় বাদী হয়ে কচাকাটা থানায় মামলা করেন। কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম বলেন মামলা হয়েছে। আসামী পলাতক।