ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলা- ২০১৭ সমাপ্ত হয়েছে গত ২৫ জুলাই মঙ্গলবার সন্ধায়। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অবিনাশ দাশের সঞ্চালনায় বৃক্ষমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার উপ-কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন- প্রগতিশীল চাষী হুমায়ূন কবির, মৌলভীবাজার নার্সারী মালিক সমিতির সভাপতি সুকান্ত দাশ মধু প্রমুখ। এবারের বৃক্ষমেলায় ১ম স্থান অর্জন করেছে গ্রীন নার্সারী, ২য় স্থান অর্জন করেছে কালাম নার্সারী এবং ৩য় স্থান অর্জন করেছে সবুজ বাংলা নার্সারী। বিশেষ স্থান অর্জন করেছে মা নার্সারী, মুহিত নার্সারী ও সায়মা নার্সারী। অনুষ্ঠান শেষে ১ম, ২য়, ৩য় ও বিশেষ স্থান অর্জনকারী নার্সারী মালিকগণের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসময় একজন বৃক্ষপ্রেমী হিসাবে মৌলভীবাজার নার্সারী মালিক সমিতির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলুকে বনজ ও ফলদ বৃক্ষের চারা প্রদান করেন নার্সারী মালিক সমিতির সভাপতি সুকান্ত দাশ মধুসহ অতিথিবৃন্দ। উল্লেখ্য- মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে গত ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলা- ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এবারের জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলায় ১০টি ষ্টল অংশগ্রহন করেছে।