আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,অভিভাবক প্রতিনিধি শাখাওয়াত হোসেন ভুইয়া,অভিভাবক প্রতিনিধি রুবিয়া আক্তার, মঞ্জু রানী দেব,নাজমা বেগম, শিক্ষক রাখেশ চন্দ্র দাস প্রমূখ। এসময় বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।