ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড সংলগ্ন সীমান্ত ক্লিনিকের পাশে ভূরুঙ্গামারী ব্র্যাক অফিসের উপজেলা হিসাব ব্যবস্থাপক প্রদীপ চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের সাবেক এসআই আমির হোসেনের পুত্র রমজান আলী রঞ্জু (৩২)নামের এক দুর্বৃত্ত আঘাত করে। এতে ওই কর্মকর্তা গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন রমজান আলী রঞ্জুকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত প্রদীপ চক্রবর্তীকে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রদীপ চক্রবর্তী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের বিনয় চক্রবর্তীর পুত্র। তবে কি কারনে ওই কর্মকর্তার উপর হামলা হয়েছে তা জানা যায়নি। থানা ভারপ্রপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।