প্রতিবেদক: রাজনীতিতে যোগদানের পর একের পর এক নতুন চমক সৃষ্টিকারী রাজনীতিবিদ নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেনবাগ সোনাইমুড়ি নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান ভূইয়া মানিক সেনবাগ তথা নোয়াকালীর সবদলের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদদের বেকায়দায় ফেলে দিলেন। ঈদের সময় নেতাকর্মীদের মাঝে কোটি কোটি টাকার ঈদ সালামী বিতরণ, পুরো হাসপাতাল ভর্তি অসহায় রোগীদের সবাইকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ঈদ সালামী দিয়ে যে চমক সৃষ্টি করেছিলেন তার ঝলক কাটতে না কাটতেই গত দুইদিনে প্রায় ৮হাজার জলাবদ্ধ মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করে সেনবাগের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন। ব্যাপক হারে উল্লেখযোগ্য সংখ্যক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করায় এই এলাকায় অপরাপর রাজনীতিবিদদের মধ্যে অস্বস্থি দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রমতে জানা গেছে, আতাউর রহমান ভূইয়া মানিকের ত্রাণ বিতরণের কারণে তারা যেন প্রশ্নবিদ্ধ না হন এজন্য নিজেরাও ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। দুএক দিনের মধ্যেই তাদের সেনবাগ সোনাইমুড়ির জলাবদ্ধ এলাকা সমূহে দেখা যেতে পারে। গতকাল আতাউর রহমান ভূইয়া মানিক সোনাইমুড়ির ওয়াজিদপুর ও কাশিপুরে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানগুলিতে আতাউর রহমান মানিক বলেন- বাংলার গণ মানুষের আপামর নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ‘দু:স্থ মানুষের পাশে দাঁড়াও’ এ স্লোগানে উজ্জ্বীবিত হয়ে আমি দু:স্থ মানুষের পাশে এসে দাড়িয়েছি। আমার নেত্রী যখন যা বলবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমার নেত্রী দীর্ঘ হায়াৎ লাভ করেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলার আপামর জনগণ সুখে ও শান্তিতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *