রাজনৈতিক প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনে (ইসি) ২০১৬-১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর দলের হিসাব জমা দেয় বাংলাদেশ ন্যাপ। একই সাথে হিসাবে একটি কপি সচিব ও সহকারী সচিব (নঃ সঃ ০১) বরাবর জমা দেন তারা।
দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র নেতৃত্বে দুই সদস্যদের প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
দলের আয়ের উৎস হিসাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদের মাসিক ও বিশেষ অনুদান উল্লেখ করা হয়।
ব্যয়ের প্রধান খাত হিসেবে অফিস ভাড়া, কর্মচারীর বেতন, কেন্দ্রীয় সভা/ আলোচনা সভা/ কর্মী সভা, বিভিন্ন জাতীয় দিবস পালন, সাংগঠনিক খরচ এবং অন্যান্য খরচ উল্লেখ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের দলের যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী।