মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
অভিনেত্রী শাহনূর সরকারি অনুদানে নির্মিত দুটি ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে একটির নাম ‘আশীর্বাদ’। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। অন্যটি ‘কাকতাড়ুয়া’, পরিচালনা করছেন ফারুক হোসেন। দুটি ছবির কাজই পুরোপুরি শেষ করেছেন শাহনূর।
শাহনূর বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ দুটো ছবি। কাকতাড়ুয়া ছবিতে আমার চরিত্র অনেক বেশি চ্যালেঞ্জিং। এতে অভিনয় করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আশীর্বাদে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এর গল্পটাও দারুণ। আমার বিশ্বাস মুক্তি পেলে ছবি দুটি দেখে দর্শক উপভোগ করবেন।’
এদিকে শাহনূর কাজ শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ ছবির কাজও। এদিকে লকডাউনের কারণে নতুন ছবি সোলায়মান আলী পরিচালিত ‘প্রেম প্রীতি বন্ধন’র কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এদিকে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রায়ই ব্যস্ত থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠান থেকে কয়েকটি প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণ করেছেন শাহনূর। এর মধ্যে একটি শর্টফিল্ম পরিচালনাও করেছেন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজের অভিনয় নিয়েও ব্যস্ত রয়েছেন।