কবি -ফয়জুর রহমান ।

একদিন পদ্ম পুকুরে করিতে সিনান
নিখোঁজ হয়েছি বসন্তের উষ্ণজলে ।
অজানা আকৃতি ভেসেছি নিষ্প্রাণ
হাজার বছর ভুলেছি গননা কালে ।

দিনরাতে বাড় বনষ্পতির কঙ্কালে
কাকের বিষ্ঠাতে অর্কিড জন্মিলো ।
বংশ পরিচয় যার পালিতার কোলে
সেও তার অনুকূলে সম্মান পেলো ।

গল্প কবিতা লেখা সময়ের আহবান
অমরত্ব বাঞ্ছিত মৃত্যু হারানোর পথে ।
বিচিত্র অঙ্কনে যারা গাহিতেছে গান
দেখিতেছি দৈহিক প্রাণ অনুভবি রথে ।

বৃথা সময়ের কিছু জৈবিক উপাদান
দুয়ের মিলনে জারি শোভিত বাহার ।
লিখিত সুখের নীড়ে পৃথিবী বিধান
চলিতেছে অনুভবি রথ ঘর সংসার ।

এক ‘নদী বাহিত জীবন সাংঘর্ষিক
নামজারি সুখ দুঃখে যতই মোর্চায় ।
তীর ভেঙ্গে চলে অনুভূতি সামুদ্রিক
শুয়ে থাকে অবস্থান আপন প্রভায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *