মোঃ আশতাব হোসেন
অন্তরে তালা দিলে মুখের ভাষায় ঝরে
চৈতালি নিরস পাতার পতন শব্দ,
শ্রোতার হৃদয়ে ধ্বনিত হয় মুড়মুড়ে চাতুর্য,
বুঝতে অপারগ হয় না বোকার পোষাবিড়াল।
কোকিলের ভঙ্গি করতে কাক হয়েছে সমালোচিত
আজও বয়ে চলে অকাতর বোকামির দণ্ড ভার,
ভালোবাসা অন্ধকার গলিতে চলে অনুভবের আলোতে,
সোজা বাঁকা গলি পেরিয়ে কেন্দ্রের আকর্ষণে,
ভয় রেখে ভূঁত পুত্রের বিয়ের জমকালো আসরে।
এখনকার ভালোবাসা অস্বচ্ছ, বিরস, বিবর্ণ মশকের আয়ু,
মরে যায় ডিমের খোলসে তাপ ছাড়া মা বিহীন পাখির বাসায়।
প্রেম আসে হাঙর কুমিরের পিঠে ভেসে ভরা বর্ষার জলে,
চলে যায় মরা নদীর বুকের সোজা পথ ধরে।
শুনেছি প্রেমের মরা জলে ডুবে না,
যুগের আঁধারে গন্ধ ছড়িয়ে ডুবে যায় স্থির মজা ডোবায়।
ভালোবাসা বিক্রি হয় বছরের নির্দিষ্ট এক দিনে,
শহরের অলিগলিতে ফেরি করে শিশু বুড়ার ডালায়,
ফুলের সাথে ঝরে যায় সকালে সূর্যের রাঙ্গা চাহনি দেখে।
যে ভালোবাসা অন্তরে স্থান না করে বসে কচুরপাতায়,
সেটা মানবের প্রেম নয়, চড়ুই পাখির অনুরাগ নিশ্চয়।
যা সমাজে সৃষ্টি করতে পারে যন্ত্রণার বিলাপ মঞ্চ,
কলঙ্কের কালো দাগ দীর্ঘাকার হবে মনুষ্যত্বে।