আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা সদরের বড়হাট থেকে উদ্ধার হওয়া নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ সদস্য বিশিষ্ট কমিটি দুপুর ২টায় ছিন্ন-ভিন্ন মরদেহের তদন্ত সম্পন্ন করে। তিনজনের পেটের অংশের অস্তিত্ব পাওয়া যায়নি। এতের মধ্যে দুটি মরদেহ পুরুষের ও একটি নারীর। পুরুষ দু’জনের একজনের বয়স (৪২), অপরজনের (৩৮) ও নারীর (৩০)।হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সুব্রত কুমার রায়, জুনিয়র কনসালট্যান্ট আবু ইমরান ও আরএমও পলাশ রায় বরহাট থেকে উদ্ধার হওয়া তিন জনের ময়না তদন্ত করেন। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *