জামালপুর প্রতিনিধি ॥
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে জামালপুরে মিছিল করেছে যুবদলের নেতৃবৃন্দ। ১৫ নভেম্বর বুধবার দুপুরে শহরের নতুন বাইপাসে এ মিছিলটি বের করেন যুবদল নেতৃবৃন্দ।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান নেতৃত্বে মিছিলে জামালপুর জেলা, শহর, ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবদলনেতা মো. সোহেল রানা খান বলেন, এই সরকার আর দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে না। দেশের মানুষের ভোটের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরবে না। তিনি আরোও বলেন, এই সরকার দেশের যে ক্ষতি করেছে তাতে ক্ষমতার পরিবর্তন হবেই। দেশকে আর কুক্ষিগত করে রাখতে পারবে না। সরকার অনেক চালাকিই করেছে এবার জনগণ থেকে আর নিস্তার পাবে না। এই অবৈধ সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমেই হটানো হবে ইনশাআল্লাহ। পরে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ করে দেয় যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের।