এইচ,এম ইমরান, শৈলকুপা :
নদী থেকে অবৈধ বালু-মাটি উত্তোলন ও ইট ভাটার অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর ঝিনাইদহের শৈলকুপায় দুদক ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি ও যশোর অঞ্চলের দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত এবং ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
অভিযানের অংশ হিসেবে দুদক টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে উপজেলার সিংনগর, নিশ্চিন্তপুর, শিতালীডাঙ্গায় কালী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালায়। এসময় শিংনগর থেকে বালু ও মাটি বিক্রয়ের অপরাধে সুমন হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
অপরদিকে উপজেলার বড়িয়া গ্রামে ইমরান ব্রিকস্ ও হরিহরা গ্রামে টিটো ব্রিকসে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। অভিযানকালে ইটের মাপ সঠিক না থাকায় ভাটা দুটি থেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অবৈধ ইট ভাটা ও নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।