– নুরে আলম মুকতা
শিরোনাম দেখে একটু নড়েচড়ে বসার ইচ্ছে হয় । কিছু কিছু ঘটনা এমন করে ঘটে গিয়ে নীরবে ইতিহাস তৈরী করে ।
অলিম্পিক সম্পর্কে আমরা সবাই জানি ।
অলিম্পিক মানেই হলো পৃথিবী
ব্যাপী । এ প্রতিযোগিতা কোন দেশ বা মহাদেশের মধ্যে সীমিত নয় ।
আমি বলছি স্পেশাল অলিম্পিক ২০২৩ এর একটি অসাধারণ গল্প ,,
গত ১৭-২৫ জুন জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধীদের জন্য স্পেশাল অলিম্পিক ।
এ অলিম্পিকে ভাষাহীন বিস্ময়কর বালিকা
জন্ম দিয়েছে নতুন এক ইতিহাসের । এ ইতিহাস গল্প হয়ে বেঁচে থাকবে অনন্তকাল ।
নামঃ ওয়াকিয়া জুথি
গ্রামঃ বীরেশ্বরপুর
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
ইভেন্টঃ টীম সাঁতার ও ২০০ মিটার দৌড়
অর্জনঃ স্বর্ণ পদক
কে দেখে বলবে এ স্বর্ণ বালিকার মুখে ভাষা নেই , কানে পৌঁছায় না পাখির কুজন !
জুথি ব্রেইল পদ্ধতিতে পড়তে চায় । ও যেতে চায় জীবনের সর্বোচ্চ চূড়ায় । প্রিয় বন্ধু চলুন আমরা আমাদের হাত দুটো বাড়াই এ মামনির দিকে ,
জীবনের সব কাজ ফেলে একটু মানবিক হই —
ওয়াকিয়া জুথি তুমি যাবে বাবা
বহুদূর ,
পাড়ি দেবে সমুদ্দূর —
আমরা তোমার স্বপ্নের সারথী হতে
চাই ,
আমরা তোমার জন্য গর্বিত মা । তোমায় সালাম