ঢাকা সংবাদদাতাঃ
আগামী আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস দেশব্যাপী বাংলাদেশ ন্যাপ সদস্য করবে। একই সাথে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা সম্মেলন শেষে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে দলের চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র প্রেসিডিয়ামের সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ মহাসচিব এমসংগ্রহ করা হবে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, সুব্রত বারুরী, সাদ্দাম হোসেন, ফারহানা শাহিন গানি, ব্যারিষ্টার মশিউর রহমান গানি প্রমুখ।