নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিন,
কুড়িগ্রামের নাগেশ্বরী নারায়নপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত আসনে আয়শা মেম্বারের বাড়ীতে আগুন লাগলে ২টি গরু, এল প্যাটার্ন ৮০হাত ঘর সহ ঘরে থাকা ধান, চাল,কলাই ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। জানা গেছে গত ৪ তারিখ সোমবার রাত অনুমানিক ১১টার সময় কে বা কাহারা খরের ঠিপিতে আগুন লাগিয়ে দিয়েছে বলে আয়শার অভিযোগ। বাড়ীর লোক আগুনের লেলিহান ধোয়ায় ঘুমের ঘোরে চিৎকার করলে আস পরশী এগিয়ে এলে আগুনের ব্যাপক তাপে কোন লোক বাড়ীর ভিতরে প্রবেশ করতে পারেনি। আয়শা খাতুন জানায় প্রায় ৭/৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। বর্তমানে পরিবারটি অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *