নাজমুল হুদা পারভেজঃ
আজ শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী।
সন্ধ্যা ৭টায় উপজেলা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত হন নবাগত নির্বাহী কর্মকর্তা। তিনি খেলোয়াড়দের সাথে খেলা সংক্রান্ত নানা বিষয়ে মত বিনিময় করেন। এরপর তিনি মাঠে নেমে নিজে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী চাঁন চৌধুরীকে সাথে নিয়ে জুটি বাঁধেন এবং বিপরীত পাশে আসমা চৌধুরী মাঠের সিনিয়র খেলোয়াড় নাজমুল হুদা পারভেজকে নিয়ে জুটি বাঁধেন। খেলা শুরু হলে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। এ সময় খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন আনছারী। মাঠে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সাওরাত হোসেন সোহেল, মিলন, রাসেল, দীপু, হাবিব ,রেজা ,মান্নান , সাজু, সুমন ও সাজ্জদ। এ সময় সাংবাদিক এস এম নুরুল আমিন সরকার, ফয়সাল , রাফি উপস্থিত ছিলেন।