কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ জুন সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে নির্বাচন কমিটির বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায় ভোটার তালিকায় নাম বাদ দিয়ে তাড়াহুড়ো করে অবৈধ ভাবে নির্বাচনের আয়োজন করা হয় ।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জানান ইতি পূর্বে ভোটার তালিকার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তাছাড়া এনিয়ে আদালতে মামলা হয়েছে তবে মামলার মাধ্যমে নিস্পত্তি হবে । ভোটার তালিকা সঠিক রেখে সুন্দর একটি বৈধ নির্বাচনের দাবী করেন স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা।