মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট (আদিতমারী) সংবাদাতাঃ লালমনিরহাটের আই-ফার্মা লিঃ এর মার্কেটফ্যাসিলিটেটর ও আদিতমারী উপজেলার আরাজী দেওডোবা স্বর্নামতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ আব্দুল আহাদ লালমনিরহাটের আদিতমারী বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। ২০শে জুলাই ২০২১ ইং রোজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান এবং পাশাপাশি সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান এবং তিনি আরও ব্যাক্ত করেন -আমরা ক্ষমা পাবো এই বিশ্বাসে ভর করে মহান সৃষ্টি কর্তার কাছে ক্ষমা প্রার্থী।আজ ভুল শুধরে নেবার প্রতি প্রতিঞ্জাবদ্ধ।এই করোজোড় কাতর প্রার্থনা আল্লাহর কাছে মঞ্জুর হোক।সমস্ত চেতনা দিয়ে মানুষ ফিরে পাক মনুষ্যত্ব।পালিত পশুর সাথে মনের পশুরও কোরবানি হোক।মহান রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের করোনা থেকে হেফাজত করুক। আপনাকে ও আপনার পরিবারের প্রতি রইলো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা (ঈদ মোবারক)