মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট(আদিতমারী) প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামে আবু আব্দুল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার শুভ উদ্ধোধন হয়।মাদ্রাসাটি নির্মিত হয়,ইলেট্রিসি এন্ড প্রভারটি এলিভিশন এসিস্টেন্স অর্গানাইজেশন( ইপাও) নামক একটি বাংলাদেশি সংস্থার মাধ্যোমে। ২৮ লক্ষ টাকা ব্যায়ে মাদ্রাসাটি নির্মান করা হয়।উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার শাহপরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, অবসর প্রাপ্ত বিজিবি সদস্য আব্দুর রহমান, মাদ্রাসার জমি দাতা মোঃ আব্দুল খালেক। এসময় বক্তব্য রাখেন হাফেজ মোঃ আব্দুর রহমান,হাফেজ ফজলুর রহমান,প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সামাদ, আশরাফুল আলম প্রমুখ। সকলেই বলেন এই অবহেলিত একটি এলাকায়, আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষা অর্জনের জন্য যে সংস্থাটি, এতো সুন্দর একটি প্রতিষ্ঠান দান করেছেন এ জন্য আমরা এলাকাবাসির পক্ষ থেকে কৃতজ্ঞ।সংস্থাটির প্রজেক্ট ম্যনেজার শাহপরান বলেন আমরা আপনাদের এলাকার জন্য মাদ্রাসাটি নির্মান করেছি এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব এলাকাবাসির। দোয়া ও মিষ্টি বিতরনের মধ্যো দিয়ে উদ্ধোধনি অনুষ্ঠানের সমাপ্তি হয়।