মুর্শিদ আলম মুরাদ আদিতমারী প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এবছর এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় লালমনিরহাটের আদিতমারীতেও ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) আদিতমারী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দিলশাদ জাহান ও সমবায় পতাকা উত্তোলন করেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
এরপর এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দিলশাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহাী। উপজেলা যুব উন্নয়ন অফিসার সাধন কুমারের সঞ্চালনে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, পল্লী উন্নয়ন অফিসার নুরেলা আক্তার, আরাজি দেওডোবা স্বর্ণামতি সমবায় সমিতির মোনালিসা আক্তার, সোহাগী বেগম প্রমুখ।শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।আরাজি দেওডোবা স্বর্ণামতি সমবায় সমিতির সভাপতি জনাব আব্দুল আহাদ এ সময় ক্রেস্ট গ্রহন করেন