মুর্শিদ আলম মুরাদ,লালমনিরহাট(আদিতমারী) প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরন করা হয়েছে। আজ ৮ই নভেম্বর বুধবার বিকেল ৪ ঘটিকায় আদিতমারী উপজেলা মিলনায়তনে ২৯০ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও আইডি কার্ড বিতরন করা হয়।
জীবিত বীরমুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও আইডি কার্ড এবং মৃতঃ বীরমুক্তিযোদ্ধাদের জন্য তাদের স্বজনদের কাছে শুধু ডিজিটাল সনদ বিতরন করেন। উপজেলা প্রশাসনের আয়োজিত বিতরনী অনুষ্ঠানে,লালমনিরহাট জেলা প্রশাসক জনাব,আবু জাফরের সভাপতিত্বে এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, সমাজকল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহম্মেদ
(এমপি) মহোদয়কে প্রধান অতিথি করে, উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদ চেযারম্যান জনাব, ফারুক ইমরুল কায়েস,আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব,জি.আর.সারোয়ার,লালমনিরহাট জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মেজবা উদ্দিন, আদিতমারী উপজেলার সমাজ সেবা অফিসার জনাব, রওশন মন্ডল, সববায় অফিসার জনাব ফজলে এলাহী সহ অত্র উপজেলার বীরমুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার স্বজনরা সহ আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য বৃন্দ।
জানাযায়,ডিজিটাল সনদ ও আইডি কার্ড কেউ যেন জাল করতে না পারে, সেই জন্য সর্বোচ্চ নিরাপত্তা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং আইডি কার্ডে ১২ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুগলে ফ্রিডম ফাইটার ভেরিফায়ার এ্যাপের মাধ্যোমে, এই সনদ ও আইডির ইউনিক নাম্বার আপ করলে, ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষন ও জাতিয় সংগিত শোনা যাবে।এতে আরো সংযুক্ত রয়েছে 3D লোগো ও দুইটি QR কোর্ড,বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার এ্যামবাস করা স্যাডো এবং বীরমুক্তিযোদ্ধার তথ্য কনিকা ইস্যু কারি সচিব ও মন্ত্রির স্বাক্ষর। ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু সহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক যার অনেক কিছুই খালি চোখে দেখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন