লালমনিরহাট জেলা প্রতিনিধি। লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বামনের বাসা থেকে খালেক মোখতারের বাড়ী ১ কিলোমিটার সড়কের বিটুমিন কার্পেটিংয়ের কাজ শেষের ১ দিন পর ভারী বর্ষনে খানাখন্দর হযেছে। কিছুটা ভারী বর্ষনে খানাখন্দর হলেও ঝোপ বুঝে কোপ মেরে বাকি খানাখন্দর গুলো করে একটি মহল। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত ১৮ জুলাই বুধবার ওই সড়কের বিটুমিন কার্পেটিংয়ের কাজ শেষ হয়। পরের দিন বৃহস্পতিবার ভারী বর্ষন হলে সামান্য কিছু সড়কের খানাখন্দর হয। এদিকে ভারী বর্ষনের সড়কের এমন অবস্থা কাজে লাগিয়ে ২১ জুলাই শনিবার মধ্যরাতে একটি মহল সড়কটির কয়েকটি স্থান শাবল দিযে খানাখন্দর করে দায়ভার চাপিয়ে দেয় ঠিকাদারসহ এলজিইডি’র কর্তাদের ঘাড়ে জানান খোদ ঠিকাদার। খবর পেয়ে ছুটে যায় লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী এস এম জাকিউর ইসলাম। গত ২২ জুলাই এলজিইডি নির্বাহী প্রকৌশলী পরিদর্শনে গেলে বিষয়টি ফাঁস শুনে বিস্মিত হন। তিনি বলেন, সরকারী অর্থে জনচলাচলের সড়ক এমনটা হবে তা দুঃখ জনক। পরে তিনি বিষয়টি কি করা যায় তা ভেবে চিন্তায় করবেন জানান। জানাগেছে, গত সেপটেম্বরে কাঁচা সড়কটি কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়নের জন্য দরপত্র ডাকে লালমনিরহাট এলজিইডি। প্রায় ৪৭ লাখ টাকায় কাজটি পান আলমগীর হোসেন ঠিকাদার। সড়কটির প্রায় ১৪ লাখ টাকার কার্পেটিংয়ের কাজ শুরু হয় অক্টোবরে। সড়কটি নির্মাণের দেখভালের দায়িত্ব দেয়া হয় সংশ্লিষ্ঠ উপজেলা প্রকৌশলীকে। সে মতে উপজেলা প্রকৌশলী ফজলুল হক, এসও জাকির, ঠিকাদার আলমগীর হোসেন নিজে ও তার সহযোগি সহিদুল হককে নিয়ে যথাযথ ভাবে সমাপ্ত করেন।
ঠিকাদার আলমগীর হোসেন বলেন, সড়কের কাজটি সহযোগি সহিদুলকে নিয়ে নিয়ম মতে করা হয়েছে দাবী করেন। কিন্তু এমনটা হওয়ার বিষযটি দুঃখ জনক। শহিদুল ইসলাম বলেন, কাজটি ভালভাবে করার জন্য এলজিইডি বারবার তাগিদ দেয়ায় ষ্টীমিট মতে করা হয়। এবিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, সমাপ্ত করা সড়কের কাজটি এমন অবস্থা হবে তা ভাবতে অবাক লাগে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রবৗশলী স্যারকে অবগত করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী এস এম জাকিউর ইসলাম বলেন, পরিদর্শন করা হয়েছে। তবে যেহেতু সড়কটির এ অবস্থা সৃষ্টি হয়েছে সেহেতু জনচলাচলের সুবিধার্থে সংশ্লিষ্ঠ ঠিকাদারকে দিয়ে খানাখন্দরগুলো মেরামতের কথা বলা হয়েছে। এছাড়া বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।