মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আদিবাসী ফেডারেশনের আয়োজনে ও চিরিরবন্দর নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) সহযোগিতায় গতকাল ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পুরাতন ভুমি অফিস মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনডিএফ চেয়ারম্যান নির্মল সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রোগামার মোঃ ওহিদুল ইসলাম, উপজেলা আদিবাসী ফেডারেশন সভাপতি আগষ্টিন হেমরম, সাধারন সম্পাদক নিতাই হাসদা, আদিবাসী নেতা মার্সেল মুরমু, মঙ্গল মুরমু, সুবল মুরমু, নীরেন টুডু, এনডিএফ চিরিরবন্দর শাখার ইউনিট ম্যানেজার আব্দুস সামাদ, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।