ফারুক আহমেদ কলকাতা
জানুয়ারি ৩০ সোমবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২২ বছর ধরে উদার আকাশ নিয়মিত লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হচ্ছে। প্রতি বছর বইমেলায় উদার আকাশ লিটল ম্যাগাজিনের টেবিল পায়। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশ বড় স্টল পেয়েছে এবছর। বড় স্টলেও উদার আকাশ পাঠক দরবারে সমাদৃত হয়েছে।
উদার আকাশ প্রকাশনের পাঁচটি গ্রন্থ উদ্বোধন হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। উদার আকাশ পত্রিকার আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা ১৪২৯ আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। কবি সুবোধ সরকার উদ্বোধন করেন দুটি গ্রন্থ। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন আল-আমীন মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, লেখক সা’আদুল ইসলাম, সোনা বন্দ্যোপাধ্যায় এবং উদার আকাশ সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদ। শনিবার ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হল সোনা বন্দ্যোপাধ্যায়-এর সম্প্রীতির উপর লেখা প্রবন্ধ সংকলন “পাশাপাশি বাস তবে কেন উদাসীন?” এবং অধ্যাপক সা’আদুল ইসলাম-এর লেখা কাব্যগ্রন্থ “সে আসবে বলে”।
উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা ১৪২৯ উদ্বোধন হয় বৃহস্পতিবার। উদার আকাশ থেকে প্রকাশিত হয় পূরবীতা মজুমদারের কাব্যগ্রন্থ ‘মেঘলা মেয়ের মন’। এক ঝাঁক কবি, সাহিত্যিক, শিক্ষাবিদের আন্তরিক উপস্থিতিতে উদ্বোধন হয় উদার আকাশ প্রকাশনার কাব্যগ্রন্থ ‘মেঘলা মেয়ের মন’।
৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দমদম বিধানসভার মাননীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এবং গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে আনুষ্ঠানিক উদ্বোধন করেন “উদার আকাশ” আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যা ২০২৩। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর হাতে বিশেষ সংখ্যাটি তুলে দেন। এই সংখ্যায় কলম ধরেছেন দুই বাংলার শতাধিক লেখক। গুচ্ছ কবিতা লিখেছেন সুবোধ সরকার সহ বেশ কয়েকজন প্রখ্যাত কবি।
গ্রন্থবীক্ষণে ব্রাত্য বসুর উপর লেখা বেস্ট সেলার বই আলোচনা করেছেন বর্ণালি হাজরা। খাজিম আহমেদ-এর সাক্ষাৎকার নিয়েছেন রাজন গঙ্গোপাধ্যায়। প্রবন্ধ লিখেছেন সুমিত মুখোপাধ্যায়, মইনুল হাসান সহ অনেকেই।
ইসলাম চর্চা, গবেষণা, বিশেষ নিবন্ধ, সাহিত্যের আলো, নজরুল চর্চা, বিশেষ আলোকপাত, বিশ্বসাহিত্য, স্থাপত্য ও ভাস্কর্য, স্মরণ, কবিতা, উপন্যাস, গল্প, বিশেষ রচনা, চলচ্চিত্র সহ একাধিক বিভাগ নিয়ে সেজে উঠেছে উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা।
রবিবার ১২ ফেব্রুয়ারি মেলার শেষ দিন মৃণাল সেন মুক্ত মঞ্চ মাতিয়ে দিলো উদার আকাশ। কবিতা পাঠ ও উদার আকাশ প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন হয় এদিন। বিশিষ্ট কলামিস্ট ও লেখক মইনুল হাসান দুটি গ্রন্থ উদ্বোধন করেন স্বনামধন্য সাংবাদিক অমল সরকার-এর গবেষণা গ্রন্থ ‘বাবরি ধ্বংসের তিন দশক ষড়যন্ত্র সুবিধাবাদের আখ্যান’ ও বাংলাদেশের লেখক সোনিয়া তাসনিম-এর ‘বিস্তীর্ণ জলছবি’-র দ্বিতীয় সংস্করণ। উদার আকাশ প্রকাশন, উদার জীবনের অন্বেষণ।