আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপনে উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব,এডভোকেট শামসুজ তাবরীজ,সদস্য অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ হাবিবুর রহমান,সমাজ কর্মী ও সদস্য শিবলী চৌধুরী, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য হাবিবুর রহমান শেখ, সদস্য ও জেলা পরিষদের মহিলা সদস্য শাহিনা খানম। সভায় আগামী ৯ ডিসেম্বর সারা দেশের ন্যায় নাসিরনগরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।