এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” স্লোগানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ভূমিকম্প, অগ্নিকান্ড ও দূর্যোগ প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে দিবসটি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পিআইও মাজহারুল ইসলাম,খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক ব্যক্তিবর্গ।