ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির ১নং বারোকান্দ্রি ওয়ার্ডের মেম্বার পদে তালা প্রতীকের মেম্বার প্রার্থী নুরনবী বিপুল ভোটে নির্বাচিত হন। ভোটে পরাজিত হয়ে প্রতিপক্ষ মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী আব্দুস সামাদ ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী রিপন ভোটে নানা অনিয়ম ও ভোট কক্ষে তালা প্রতীকের ব্যালট পেপারে সিল মারার অভিযোগে দুই যুবককে আটক রাখে এবং আবারো এই ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনের দাবিতে তাদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পাঁচবিবি-ডুগডুগি সড়কের বারোকান্দ্রি বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর ইট, পাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এতে পুলিশের এসআই আনিস ও এএসআই লতিফ আহত হয়। পরবর্তীতে পুলিশের বেশ কয়েকটি পিকআপ ঘটনাস্থলে গিয়ে ছত্রভঙ্গ ও লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখলে দোকানপাটসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের হস্তক্ষেপে দোকানপাসহ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।