নাগেশ্বরী প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলাধীন চিলমারীর উপজেলার রাজার ভিটা ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদরাসার দাখিল ৭ম শ্রেণির ছাত্র আবু হুরায়রা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। সে ২০২১ সালে শেখ রাসেল রচনা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২২ সালে সে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় উপজেলা পর্যায়ে ১ম স্থান, রচনা প্রতিযোগিতায় ১ম স্থান ও হামদ-নাত সঙ্গীতে ২য় স্থান অধিকার করে সুনাম অর্জন করে। এছাড়াও ২০১৩ সালে বিজয় দিবস উদযাপনে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে ‘রাখাল বালক’ এর অভিনয় করে উপজেলা পর্যায়ে পুরস্কৃত হয় এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৩ সনে অংক খেলা দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান এবং বর্ণ খেলা প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে পুরস্কৃত হয়। ২০১৪সনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করে।

ক্ষুদে শিক্ষার্থী আবু হুরায়রা একজন শিশু শিল্পী। ২০২২ সনে বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানে সঙ্গীত প্রতিযোগিতায় ১ম স্থান ও বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কৃত হয়। সে পঞ্চম শ্রেণিতে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্ব দান করে।তার বাবা ড. মোঃ মিনহাজুল ইসলাম ও মাতা উম্মে হানী। তার প্রিয় ব্যক্তিত্ব বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)। ভবিষ্যৎ সে একজন দীনের দায়ী ও যোগ্য আলেম হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *