শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন আবৃত্তি সংগঠন কথক নাগেশ্বরীর মাহির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মহসীনা আক্তার মুক্তা ও মাদ্রাসা শিক্ষক আব্দুস ছালামের সন্তান, ডিএম একাডেমী স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র এবং উত্তরঞ্চলের সুনাম ধন্য নাগেশ্বরীর হাজি পাড়ায় অবস্থিত আবৃত্তি সংগঠন কথকের শিক্ষার্থী মাহির তাজওয়ার নাঈম এবারে অনুষ্ঠিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ এ দেশব্যাপি আবৃত্তি প্রতিযোগীতায় স্কুল পর্যায়ে থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছারাও মাহির বিআইসি এ্যাওয়ার্ড ২০২২ শিরোনাম প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। মাহির আরো বড় আবৃত্তি শিল্পী হয়ে কথক পরিবার ও নাগেশ্বরীর মুখ উজ্জল করুক এ কামনা করেন কথকের প্রধান উপদেষ্ঠা নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্য ও কথকের প্রতিষ্ঠাতা সভাপতি নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক রেজাউল করিম রেজা। এছারাও মাহির বিজয়ে উষ্ন অভিনন্দন জানিয়েছেন ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান,মিউজিক টাচের সভাপতি হাবিবুল হক মৃধা,ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর পরিচালক ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলা উপজেলাবাসী।