বিশেষ প্রতিনিধি ঃ
সাংবাদিকদের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
রাজধানীর বারিধারায় বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকরা নির্ভীকভাবে কাজ করে যায় জানিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে সাভারে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিককে সত্য কথা বলার জন্য আটক করে। আমি নঈম নিজামকে (বাংলাদেশ প্রতিদিন সম্পাদক) বলেছি আপনারা তার পাশে দাঁড়ান। আমি সাংবাদিকদের পাশে সবসময় ছিলাম, এখনও আছি, আজীবন থাকবো।
অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর এবং ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজকে সম্মাননা জানায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
এসআইবিএল চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এসময় উপস্থিত ছিলেন।