মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার করার জন্য মেডিকেলে যাওয়ার পথে রোসনারা বেগম(৪০)নামে এক নারী নিহত হন।
বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার চৈক্ষং কাশেম মেম্বার বাড়ির সামনে চকরিয়া সড়কে এই ঘটনাটি ঘটে।
সে উপজেলার কাশেম মেম্বার পাড়ার স্থানীয় বাসিন্দা মাসুদ আহমেদে সহধর্মিণী হন।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিংসার জন্য সড়কের একপাশ দিয়ে মেডিকেল হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে এসে একটি টমটম ধাক্কা দিলে গুরুত্ব আঘাত পাওয়া অজ্ঞান হয়ে,স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এতে আলীকদম হাসপাতালে চিকিৎসক মোঃ মোস্তাফিজুর রহমান রাশেদ জানান,হাসপাতালে না পৌচ্ছার পূর্বে মারা গেছে বলে জানিয়েছেন।
এ বিষয়ের আলীকদম থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি সত্য বলে জানিয়েছেন।