রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মধ্যে চাউল বিক্রির তালিকায় উপজেলা আ’লীগ সিনিয়র-সহ সভাপতি রাণীশংকৈল ডিগ্রী কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক সফিকুল আলমের নাম (ছবি ও জাতীয় পরিচয় পত্রের নং সহ কার্ড নং -১০০৮) প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ বিষয়ে তদন্ত করার জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান স্বাক্ষরিত তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলামকে আহবায়ক করে পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা রাজিউর রহমান ও দারিদ্র বিমোচন অফিসার রাইসুদ্দিন সদস্য রাখা হয়েছে । উল্লেখ্য, উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বচ্ছল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি ইউপি সদস্যদের নাম ১০ টাকা কেজি দরের চাউল ক্রয়ের নামের তালিকায় রাখা হয়েছে। জনমনে প্রশ্ন তদন্ত কমিটি করে স্বচ্ছল ধনী ব্যক্তিদের নামের তালিকা বাতিল করে প্রকৃত হত দরিদ্রদের নাম অন্তর্ভূক্ত করা হবে, না এটি শুধু লোক দেখানো তদন্ত কমিটি করা হয়েছে।