বাদশাহ সৈকত,কুড়িগ্রাম
প্রতি রাতেই মৃত্যুর আলিঙ্গন
দেহ থেকে বিচ্ছিন্ন আত্মায়
নির্বোধ জীবন।
অথচ দিন হলেই ক্ষমতাসীন
রাজনৈতিক নেতা
বড়ই অদ্ভুত প্রাণি মানুষ।
তখন কোথায় থাকে তোমার আত্মা
কোথায় দেহ তরী
মানুষের নিজেকে চেনাটাই জরুরী।
রাত আর দিনে, সুখ অথবা দুঃখে
জীবন-মরণের খেলা
সময় মানুষকে মৃত্যুর পথে হাঁটায়।