লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে সাউদপাড়া মোড়ে শাহজাহান মিয়ার চায়ের দোকানেের পিছনে আল্লাহু অটো চিরা মিলের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনেক জল্পনা কল্পনা শেষে কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মানুষের কথা চিন্তা করে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮ বাড়ী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রতন মিয়া আল্লাহু নামে অটো চিরা মিলের কারখানা স্থাপন করেছেন। রতন মিয়ার সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন্দুয়াবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল একটি চিরা মিল স্থাপন করার,তাদের সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পেরেছি বলে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।
চিরা মিলের পরিচালক আলাল উদ্দিন বলেন,এ মিলের চিরা সুস্বাদু, পুষ্টিকর, ঝকঝকে ও নিরিবিলি মনোরম পরিবেশে ভাঙ্গানো হয়।বাজারের কেনা চিরার চেয়ে এ চিরা খেতে অনেক সুস্বাদু। তাই কৃষক ভাইদের বলছি আপনার জমির ধান কেটে নিয়ে আসবেন আমাদের এখানে আমরা অল্প সময়ে আপনাদের সুন্দর ও সুস্বাদু চিরা উপহার দেব।
তাই বেশি করে চিরা খান,ভাতের উপর চাপ কমান।স্বাস্থ্য থাকবে অটল।