মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত আগামী রবিবার রাত আটটায় চ্যানেল নাইনে দেখুন একক নাটক অসমাপ্ত ভালোবাসা । পাওয়ার্ড বাই জেনেভা ফুডস । নাটকটি রচনা করেছেন মাহমুদুল আলম ভূঁইয়া এবং পরিচালনায় ফোরকান সাগর । ক্যামেরা ছিলেন শাহরিয়ার রোকন । নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জান্নাতুল অনন্য অপ্সরা ,সাব্বির মুন্না,নদিসহ আরো অনেকে ।
মেঘনা ইলেক্ট্রনিক নিবেদিত নাটকটি প্রযেজিত ছিলেন তৌহিদ আলি খান ।

এ ব্যাপারে অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা বলেন, নাটকটি খুব সুন্দর একটি নাটক । আশা করি আপনারা সবাই নাটকটি দেখবেন । নাটকটি দেখে ভালো বা খারাপ যা লাগে তাই বলবেন । আপনারা আমাদের অনুপ্রেরনা দিলে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন