মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
মুক্তি পেতে যাচ্ছে রাশেদ মোর্শেদ ও প্রিয়াংকা জামানের বাংলা ছবি ‘ চল নতুন পথে যাই’ ।কুয়াকাটা টেকনাফ কক্সবাজার চট্ট গ্রাম এর সমুদ্রের অবৈধ লেনদেন,কুমিল্লা ত্রিপুরার সিলেট অব্দি পাহাড়ি যোগাযোগ দৃশ্যমান হবে বিভিন্ন গানে এবং ঘটনার মধ্য দিয়ে। খুব সুন্দর একটি গল্প নিয়ে তৈরী হচ্ছে সিনেমাটি বলে জানান সিনেমাটির পরিচালক ।রাশেদ মোর্শেদের পরিচালনায় ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মোর্শেদ,প্রিয়াঙ্কা জামান ,ফারজানা জয়া , মাসুদ রানা মিঠু ,আশরাফ কবির, তমাল, নুর এ আলম নয়ন,আবু সালেহ শামস (বেংগল ব্রস) ও আলম আনোয়ার,লারা লোটাস, মুক্তা সরকার ও নিশানা খন্দকার ।ছবিটি প্রযোজনা করছেন এম এল প্রোডাকশন ।
সিনেমায় গান করেছেন – দিনাথ জাহান মুন্নী। রাশেদ মোর্শেদ। সুর করেছেন -মাহবুব মিনেল।রাশেদ মোর্শেদ ।আসিফ আদনান। গীতিকার – রাশেদ মোর্শেদ। ওসমান ভুইয়া ।আসিফ আদনান
পরিচালক রাশেদ মোর্শেদ জানান, সিনেমার গল্পের মুল ভাস্য পুলিশ জেলে ভরতে আর ঘুস খেতেই শুধু কাজ করে না অপরাধী জনতাকে সুযোগও দেয় ভালো পথে ফিরে আসার জন্য। তার ই প্রতিফলন দেখা যায় এই গল্পে। সিনেমার বাকি অংশ হলে গিয়ে দেখার আমন্ত্রণ থাকছে।
মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান বলেন, এই ছবিটি খুব ভালো একটি ছবি । আশা করি দর্শকরা হতেশ হবেন না । আর আমার যারা ভক্ত আছেন তারা এই ছবিটি হলে গিয়ে বেশী বেশী দেখবেন । আপনারা বেশী দেখলে আমরা কাজের অনুপ্রেরনা আরো বেশী পাবো ।
সিনেমার সকল লভ্যাংশ শাস্তিপ্রাপ্ত বিচারাধীন এতিম এবং প্রতিবন্ধীদের জন্য অনুদান স্বরূপ প্রদান করা হবে ।